দেশে মোবাইল ডাটা ইন্টারনেট বিচ্ছিন্ন

মোবাইল সিমে ডাটা ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। তবে বাসা বা অফিস এর মধ্যে ওয়াইফাই ইন্টারনেট সক্রিয় দেখা যাচ্ছে। বিটিআরসি বলছে কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরদের ইন্টারনেট সংযোগ বন্ধ। বিকেল নাগাদ ঠিক হওয়ার আশা।

শুক্রবার সকাল থেকেই অনেক গ্রাহক অভিযোগ করেন, মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) ব্যবহার করতে পারছেন। অনেকেই জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন বলে জানাচ্ছেন।

এতে জরুরি কাজে ব্যবহার করতে পারছেন না ইন্টারনেটে। 

সম্প্রতি কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সেখানে এবং তারপরে বেশকিছু জেলায় মোবাইল সেবা বন্ধ করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছিল বি জি বি। 

শুক্রবার সারাদেশে কার্যত মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেল।

Share this news on: