রংপুরে বৈধ ৪ হাজার ৮শ, অবৈধ ৩৫ হাজার অটোরিকশা

রংপুর সিটি করপোরেশনে বৈধ লাইসেন্সধারী অটোরিকশার সংখ্যা ৪ হাজার ৮০০। কিন্তু অবৈধ অটোরিকশার সংখ্যা প্রায় ৩৫ হাজারের বেশি। যা বৈধ থেকে প্রায় চার গুন বেশি।

এই সকল অবৈধ যানের কারণে প্রতিদিনই শহরজুড়ে যানজটের শিকার হতে হচ্ছে নগরবাসীর। নগরীর সড়কে পাবলিক কাচারি বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। শহরের অধিকাংশ স্থান জুড়েই যানজট লেগে থাকে।

রংপুর নগরীর প্রধান-প্রধান সড়কগুলোর দু’ধারের পুরোটাই অটোরিকশা আর হকারদের দখলে চলে গেছে। এসব দখলমুক্ত করতে এবং অবৈধ অটোরিকশার লাগাম টেনে ধরতে পুলিশ ও নগরপিতার ব্যর্থতাকে দায়ী করছেন নগরীর সাধারণ মানুষ।

নগরীর শালবন এলাকার এমদাদুল হক জানান, রংপুরে এখন হাজার হাজার অটোরিকশা চলছে। শহরের পাশাপাশি পাশের উপজেলাগুলো থেকেও এখানে অটোরিকশা আসছে ভাড়া মারতে। প্রতিদিন নগরীর প্রধান সড়কসহ অলিগলির সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। বাসা থেকে বের হয়ে ভালোভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা হাসান গোর্কি বলেন, রংপুরে অটোরিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। নতুন করে আর কোনো লাইসেন্স ইস্যু হয়নি। বিগত সময়ের দেয়া ৪ হাজার ৮০০ লাইসেন্সই বহাল রয়েছে।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নগরীতে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই অবস্থার পরিবর্তন আসবে। নগরীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন সেবা চালুর জন্য মোটর মালিক সমিতির সঙ্গে কথা বলেছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, মহানগরীর ফুটপাত দখলমুক্তসহ যানজট নিরসনে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। নগরীতে অবৈধ যানবাহনের প্রবেশ নিষেধ ও দখলে রাখা ফুটপাত পথচারীদের ব্যবহারে ছেড়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের যেখানেই যাই অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই: কঙ্গনা May 06, 2024
img
গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনদিনই ছিল না : ওবায়দুল কাদের May 06, 2024
img
গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর May 06, 2024
img
দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার May 06, 2024
img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024