ময়মনসিংহে কপিরাইট আইনে একশ বিশ কোটি টাকার মামলা

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি শিল্পকর্ম বিধিবহির্ভূত ব্যবহারের জন্য কপিরাইট আইনে মামলা হয়েছে।

শিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক ময়মনসিংহ জজকোর্টে একশত বিশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

শিল্পী হোসাইন মোহাম্মদ, ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান একটি উকিল নোটিশ প্রদান করে। কিন্তু কর্তৃপক্ষ কোন জবাব না দেওয়ায় ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে কপিরাইট আইনে তিনি ময়মনসিংহ জজকোর্টে একশ বিশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করলে আদালত তা গ্রহণ করে। ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: