কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাপুয়া নিউ গিনির (পিএনজি) এর বিপক্ষে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের অগ্রযাত্রা।

বৃহপতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথমবারের মতো লড়বে বাংলাদেশ। 

গ্রুপ-বি তে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন অবস্থান করছে স্কটল্যান্ড। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। রান রেট ০.৫৭৫। দুইয়ে আছে ওমান, দুই ম্যাচে দুই পয়েন্টের সঙ্গে তাদের রান রেট ০.৬১৩। তিনে আছে বাংলাদেশ। ওমানের সমান দুই পয়েন্ট তাদের। তবে টাইগারদের রান রেট ০.৫০।

বাংলাদেশ পাপুয়া নিউ গিনির বিপক্ষে যদি জয় পায় ও গ্রুপ-বির শেষ ম্যাচে যদি স্কটল্যান্ড ওমানকে হারায় ও তাহলে জয়ী দুই দল খেলবে মূল পর্ব বা সুপার টুয়েলভে। বাংলাদেশ গ্রুপ রানার্স আপ ও স্কটল্যান্ড চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে।

আর ওমান যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় আর বাংলাদেশ যদি পিএনজিকে হারায় তাহলে তিন দলের পয়েন্ট থাকবে চার। তবে রান রেটে পিছিয়ে যাওয়ায় স্কটল্যান্ড বিদায় নেবে বাছাইপর্ব থেকেই। সেক্ষেত্রে রানরেটের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাংলাদেশ।

আজকের ম্যাচে অবশ্য হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। তখন স্কটল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ১৩ রানে হারতে হবে ওমানের। আবার বাংলাদেশ রান তাড়া করে জিতলে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের ফলাফলের দিকে।

ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে পিএনজির অন্যতম সেরা অধিনায়ক চার্লস আমিনি বলেন, ‘আমরা নিজেদের চেষ্টায় গর্বিত। প্রথম দুই ম্যাচ হেরেছি। তবে আমরা আশাবাদী যে এখনও আমাদের সুযোগ আছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ড একটা অঘটন ঘটিয়েছে। আমরাও প্রায় নিশ্চিত যে, একই ঘটনা ঘটাতে পারব আমরা।’

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024