রেকর্ড গড়া জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

মাস্ট উইন ম্যাচে বাংলাদেশের করা সাত উইকেটে ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় পিএনজির ইনিংস।

টাইগাররা পায় ৮৪ রানের বড় জয়। একই সঙ্গে নিশ্চিত করে সুপার টুয়েলভের টিকিট।

টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ৯ রানের খরচায় চার উইকেট নেন সাকিব আল হাসান। সাইফউদ্দিন ও তাসকিন নেন দুটি করে উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রহ। এর আগে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে দুই উইকেটে ১৮০ রান করে টাইগাররা।

Share this news on: