ওমান রুটে বড় বিমান, চট্টগ্রাম সমিতির ‘ধন্যবাদ’

ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ ২৭১ আসনের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসী সংগঠন ‘চট্টগ্রাম সমিতি ওমান’।

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালু হয়।

সোমবার চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি ও সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ও প্রচার সম্পাদক বাবুল চৌধুরীর সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাশ ও অসুস্থ যাত্রী পরিবহন এবং ব্যাগেজ জটিলতা নিরসনের জন্য মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর জন্য ‘চট্টগ্রাম সমিতি ওমানের’ আহ্বানের প্রেক্ষিতে বিমান প্রতিমন্ত্রীর নির্দেশে নতুন করে এ রুটে দেওয়া হয়েছে ২৭১ আসনের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। এই বিমান শনিবার বাদে চট্টগ্রামে তিনদিন, সিলেট হয়ে একদিন এবং সরাসরি দুইদিন চলাচল করবে।

২৮ জানুয়ারি চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিনিধি দল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে বৈঠক করে। তারা জোরালো ভাবে ওমানপ্রবাসীদের দুর্ভোগ নিরসনে বড় উড়োজাহাজ চালুর জোরালো আবেদন জানায়। এ সময় তাদের আশ্বাস দেন এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।

বাংলাদেশ বিমানের মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সারি কমাতে সবোর্চ্চ কর্তৃপক্ষের নির্দেশে প্রাথমিক পর্যায়ে প্রতি ফ্লাইটে প্রবাসীদের ৩টি লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে হজের জন্য এ রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ রাখা হয়। হজ শেষে তা চালুর কথা থাকলেও তা আর হয়নি। যার কারণে দীর্ঘ ৬ মাস দুর্ভোগে পড়ে প্রায় ৮ লাখ ওমান প্রবাসী বাংলাদেশি। হিমঘরে লাশ আর হাসপাতালে অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের তালিকা দীর্ঘ হতে থাকে। এই বড় বিমান চালু হওয়ার ফলে ওমান প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024