এক বছরে বাফুফের আয় ১৫ কোটি টাকা, ব্যয় ২৪ কোটি!

গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এর নির্বাচন ও সাধারণ সভা একই দিনে হয়েছিল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। আজ সেই হোটেলেই বাফুফের নতুন কমিটি প্রথম বছরের সাধারণ সভা সম্পন্ন হলো। 

কয়েক ঘন্টার সাধারণ সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আসেন গণমাধ্যমের কাছে মূল বিষয়গুলো জানাতে। তবে তিনি কথা বলেছেন খুবই কম। কয়েক মিনিটেই শেষ করে ফেলেছেন তার কথা।

বাফুফে সভাপতি বলেন, ফুটবলের উন্নয়নবিষয়ক আলোচনার জন্য সাধারণ সভা উপযুক্ত স্থান নয়। সাধারণ সভা মানে হিসাবপত্র অনুমোদন।

বাফুফের আয়-ব্যয়ের হিসাবের কোনো লিখিত কাগজপত্র দেওয়া হয়নি সংবাদিকদের। 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদিকদের বলেন, ‘আয়–ব্যয়সংক্রান্ত তথ্য দেওয়া হবে বাফুফের ওয়েবসাইটে। সেখানে আপনারা সব পেয়ে যাবেন।’

সাধারণ সভা শেষে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী শুধু জানান, এ বছর বাফুফের আয় ১৫ কোটি টাকা, ব্যয় ২৪ কোটি। অর্থাৎ ৯ কোটি টাকা ঘাটতি রয়েছে। ২০২২ সালে বাফুফের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি টাকার বেশি। 

বিভিন্ন স্পনসর থেকে টাকা এনে এই ঘাটতি পূরণের চেষ্টা করব, বলে জানান তিনি।

Share this news on: