ময়মনসিংহে যানজট নিরসনে মতবিনিময় সভা

ময়মনসিংহ মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোয় দ্রুত যানজট নিরসন ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যানজট ভুক্তভোগী জনগণ।

সোমবার দুপুরে নগরীর চরপাড়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে ডিআই অ্যালামনাই রাজনৈতিক ফেলো ময়মনসিংহ শাখার উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিভাগীয় শহর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে চরপাড়া মোর অন্যতম। এই সড়কে প্রায় সময়ই লেগে যানজট থাকে। এই মোড়ে রয়েছে ময়মনসিংহের সর্ববৃহৎ চিকিৎসালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ, শতাধিক বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, নামীদামি রেস্টুরেন্ট ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে আসতে রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। অনেক সময় মুমূর্ষু রোগী চিকিৎসাবিহীন অবস্থায় যানজটের মধ্যেই মারা যান।

বক্তারা আরও বলেন, এই মোড়ে রয়েছে অনেক অবৈধ স্থাপনা ও দোকানপাট। যা সরিয়ে অন্যত্র নিতে হবে। আন্তঃজেলা বাস, বালুভর্তি ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলে কঠোরভাবে নজরদারির মধ্যে আনতে হবে। নগরীর জিরো পয়েন্ট, পাটগুদাম ব্রিজ, চরপাড়া মোড়, গাঙ্গিনাপাড়, নতুন বাজার, জিলা স্কুল, টাউন হল মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট কমাতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন আক্তার লাকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আবদুল কাদের, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা কৃষক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন আক্তার লাকী, শিব্বির আহমেদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, জাতীয় পার্টির নেতা ওয়াহিদুজ্জামান আরজু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল প্রমুখ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: