চট্টগ্রামে আগুনে পুড়ল প্রায় অর্ধশত দোকান

চট্টগ্রামে হালিশহর এলাকার একটি বাজারে আগুন লেগে প্রায় ৪৬টি দোকান পুড়ে গেছে বলে। আজ মঙ্গলবার সকালের দিকে হালিশহরের গোডাউন বাজার এলাকার কাঁচাবাজারে এ ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সমন্বিত চেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, বাজারটিতে প্রায় ১৫০টি কাঁচা ঘর ছিল। এর মধ্যে আগুনে ৪৬টি ঘর পুড়ে গেছে। কাঁচাঘরের উপরে টিনের চালা থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঁচাবাজার, মুদি দোকান ও কাপড়ের দোকান ছিল।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি। এই অগ্নিকান্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার নির্দিষ্ট পরিমাণও জানা যায়নি। 

একজন দোকানিকে ঘটনাস্থলে আহাজারি করতে দেখা যায়৷ সেখানে বৈদ্যুতিক গোলযোগ ছিল বলে অভিযোগ করে তিনি বলেন, তার ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। 

Share this news on: