বিজেএসসি'র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিজেএসসি'র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ।


শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিজেএসসির কেন্দ্রীয় সভাপতি গাজী হিরক, সিনিয়র সহ-সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি গাজী হিরক বলেন, আমাদের লক্ষ্য সারাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য তৈরি করা। অতীতে আমাদের সংগঠন শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে। 

'একতাই বল যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৫ সালের ১৩ নভেম্বর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর দুইটি ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট আয়োজন করে সংগঠনটি।

Share this news on: