জামায়াতের নতুন দলের নাম থেকে ‘ইসলাম’ বাদ যাচ্ছে !

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংস্কার করা না করার প্রশ্নে সুপারিশ তৈরির জন্য দলটি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং জামায়াত বিলুপ্ত করে নতুন দল গঠনের সংস্কার প্রস্তাবে সাড়া না পেয়ে দলের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের পরই দলের এই উদ্যোগ। খবর বিবিসি।

জামায়াতে ইসলামীর একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক শাহ আব্দুল হান্নান বলছেন, জামায়াত নেতৃত্ব রাজনীতিকে আলাদা করে একটি নতুন দল গঠনের ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেছেন, ‌‘এই পার্টির মূল লক্ষ্য থাকবে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এই পার্টি আলাদা নামে হবে। যেমন বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি বা বাংলাদেশ জাস্টিস পার্টি, এ রকম একটা নাম হতে পারে। এই নামের সঙ্গে 'ইসলাম' শব্দ নাও থাকতে পারে।"

তিনি বলছেন, বিশ্বব্যাপী একটা নতুন চিন্তা এসেছে যে, রাজনীতি আর দাওয়াত বা রাজনীতি এবং প্রচারকে আলাদা করা। যেমন তিউনিসিয়া, মিশর ও তুরস্ক করেছে। সেই দিকটাকে সামনে রেখে তারা নতুন পার্টির চিন্তা করছে।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর নেতাদের অনেকে এমন ইঙ্গিত দিয়েছেন যে, একটি নতুন দল গঠনের বিষয়ে তাদের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বাধীন কমিটি কাজ করছে। কিন্তু জামায়াতে ইসলামীকে দলটির পুরোনো বা বয়স্ক নেতা কর্মীরা বিলুপ্ত করতে চান না।

শাহ আব্দুল হান্নান বলছেন, জামায়াতে ইসলামী নামটি বহাল রেখে সেটিকে সামাজিক সংগঠন হিসেবে পরিচালনা করা হতে পারে। আলাদা নামে যে নতুন দল হবে, তারা জাতীয় রাজনীতিতে কাজ করবে। এমন প্রস্তাব দলটি এখন সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে তাঁর ধারণা।

জামায়াতের সূত্রগুলো জানিয়েছে, জামায়াতের নেতা কর্মীদের বড় অংশকেই নতুন রাজনৈতিক দলে নেয়া হবে। যাদের ব্যাপারে ৭১ সালে ভূমিকার জন্য বিতর্ক আছে, তাদের জামায়াতে ইসলামী নামে সামাজিক সংগঠনেই রাখা হবে। এমন আলোচনা জামায়াতে রয়েছে।

ফেনী জেলা জামায়াতের আমীর এ কে এম শামসুদ্দিন বলছিলেন, তাদের নেতৃত্ব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তারা বিশ্বাস করেন।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছেন, "জামায়াত রক্ষণশীলদের দখলেই থাকবে। সেই দলটার কোনো ভবিষ্যত এদেশে থাকবে না বলে আমার মনে হয়। তাদের সংকট থেকে বেরিয়ে আসতে হলে, ৭১ এর বিষয়টিকে সামনে আনতে হবে। মাফ চাওয়ার প্রশ্ন আসবে। তাদের সংকট থেকে বেরিয়ে আসতে হলে তাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। এগুলো কি তারা করবে, আমার তো মনে হয় না।"

 

টাইমস/জিএস

Share this news on: