'করোনা নিয়ন্ত্রণে আসলে সৃষ্টিকর্তার কৃপা, বাড়লে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দোষ'

করোনা নিয়ন্ত্রণে আসলে সৃষ্টিকর্তার কৃপা আর বেড়ে গেলে মন্ত্রণালয়ের দোষ। এমন সমালোচনা মাথায় নিয়েই কাজ করছে স্বাস্থ্যমন্ত্রণালয়। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি জানান, আগামী ১০ দিনে আরও দেড় কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেয়া হবে। এরই মধ্যে ৪০ শতাংশ মানুষকে প্রথম ডোজ এবং ২৫ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক।

যেকোনো দুর্যোগ মোকাবিলায় সময়ের প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

Share this news on:

সর্বশেষ