ভয়ঙ্কর আফ্রিদি, তবুও ৮৩ রানে এগিয়ে বাংলাদেশ

তাইজুল ইসলামের স্পিন বিষের পর গতিময় বোলিংয়ে বাংলাদেশের টপঅর্ডার লণ্ডভণ্ড করেছেন পাকিস্তানের শাহেনশাহ আফ্রিদি। তিনি একাই, ৩টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪ উইকেটে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। আর এতে করে ৮৩ রানের লিড নিয়েছে তারা।
এর আগে তাইজুলের দাপুটে বোলিংয়ে ২৮৬ থেমে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস। এর মধ্যে তাইজুল একাই শিকার করেছেন সফরকারীদের ৭টি উইকেট।

বাংলাদেশের ৩৩০ রানের জবাবে গতকাল কোন উইকেট না হারিয়ে ১৪৫ রান করে পাকিস্তান। আজ রোববার ম্যাচের তৃতীয় দিনে আবিদ ৯৩ ও শফিক ইনিংস শুরু করেন ৫২ রানে। দিনের প্রথম ওভারেই বল হাতে বাজিমাত তাইজুলের। জোড়া আঘাতে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তিনি।

তবে পাকিস্তানের ওপেনার আবিদ আলি একাই এক প্রান্ত আগলে রেখেছিলেন। তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান। কিন্তু আবিদ আলিকে প্যাভিলিয়নে পাঠান তাইজুল। সবমিলিয়ে ১১৬ রানে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ইবাদত হোসেন ২টি ও মেহেদী হাসান মিরাজ টি করে উইকেট নিয়েছেন।

Share this news on: