অস্কার ফিঙ্গাল ও'ফ্ল্যাহারটি উইলস ওয়াইল্ড ১৮৫৪ সালের ১৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে ভিক্টোরিয়ান যুগের অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন।
অস্কার ওয়াইল্ড নাট্যকার, ঔপন্যাসিক ও কবি হিসেবে পরিচিতি পেলেও তিনি অনেকগুলো ছোটগল্পও রচনা করেছেন। তিনি ছিলেন ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য। তিনি চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বড় মাপের অশ্লীলতা ও সমকামিতার দায়ে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তাকে কারাদণ্ড দেয়া হয়।
তিনি ১৯০০ সালের ৩০ নভেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি:-
“যে নারী তাঁর বয়স প্রকাশ করে, তাঁর আর কিছুই অপ্রকাশিত থাকে না।”