ফিলিপাইটাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০৮

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন 'রাই'য়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। আহত দুই শতাধিক। 

সম্প্রতি দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় রাই। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানার পর তিন লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে।

ফিলিপিন রেড ক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বলেন, ঝড়ে ব্যপক সংখ্যক ঘর বাড়ি ধ্বংস হয়েছে। গাছ ও বৈদ্যুতিক খুটি উপড়ে গেছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

দেশটির প্রাদেশিক গভর্নর জানান, রাইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোহল দ্বীপ। এছাড়া সিয়ারগাও, দিনাগাট ও মিন্দানাও দীপপুঞ্জেও ব্যপক ক্ষতি হয়। ঝড়ের পর অনেক এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানি সংকট।

আটকে পড়াদের উদ্ধারে কয়েক হাজার সেনা বাহিনী, পুলিশ, কোস্টগার্ড দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ঘুর্ণিঝড় রাইকে ২০১৩ সালের সুপার টাইফুন হাইয়ানের সাথে তুলনা করা হয়েছে। সে সময় হাইয়ানে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

Share this news on:

সর্বশেষ