নোবেলজয়ী ডেসমন্ড টুটুর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেন। নোবেলজয়ী এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ৯০ বছর বয়সে আজ রোববার মারা যান বলে দেশটির সরকার জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলের দেয়া এক বিবৃতির মাধ্যমে এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেসমন্ড টুটুর পরিবারের পক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামফেলে বলেন, ‘আজ সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।’

Share this news on:

সর্বশেষ