গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে শনিবার গভীর রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই দিন সকালে গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছিল, যা ভূমধ্যসাগরে গিয়ে পড়ে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্র এবং হামাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
রোববার (০২ জানুয়ারি) ইসরায়েলি সামরিক বাহিনী এক টুইট বার্তায় বলেছে, বিশ্বব্যাপী ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য আতশবাজি যেমন আকাশকে আলোকিত করেছিল, গাজার দিক থেকে ছোড়া রকেট ইসরায়েলে ভিন্ন ধরনের আগুন এসেছে।
প্রতিক্রিয়ায় আমরা শুধু হামাসের একটি রকেট তৈরির সাইট ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহৃত সামরিক ঘাঁটিতে হামলা করেছি, ওই টুইট বার্তায় বলা হয়।
শনিবার গাজার দিক থেকে ছোড়া রকেটগুলি ইসরায়েলে আঘাত করার জন্য ছোড়া হয়েছিল কিনা তা স্পষ্ট নয়, তবে গাজা-ভিত্তিক সংগঠনগুলো প্রায়শই সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে কৃষি জমিও ছিল।
তিনি বলেন, আমাদের জনগণ, আমাদের ভূমি ও পবিত্রতা রক্ষা করতে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা আমাদের প্রতিরোধের লড়াইয়ে অটল থাকব যতক্ষণ না আমাদের জনগণের মুক্তি এবং প্রত্যাবর্তন নিশ্চিত হয়।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কোনো সাইরেন বাজানো হয়নি এবং ইসরায়েলের আয়রন ডোম রকেট ইন্টারসেপশন সিস্টেম স্থাপন করা হয়নি।
সেপ্টেম্বরে একটি ঘটনা ছাড়া, মে মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে উভয় দেশ থেকে আর কোনো রকেট ছোড়া হয়নি।

Share this news on:

সর্বশেষ

img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024