বাংলা ভাষাভাষী মানুষ এখন অনেক বেশি সচেতন: গোলাম কুদ্দুস

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেছেন, বাংলা ভাষা শহীদদের প্রতি তরুণ, শিশু, প্রবীণসহ নানা বয়সের মানুষ শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে। এখানে তাদের স্বতঃস্ফূর্ত আসাতে আমরা সত্যিই গর্বিত। তবে বাংলা ভাষাভাষী মানুষ এখন অনেক বেশি সচেতন, তাও বলা যায়। এটি হচ্ছে আমাদের চেতনা জাগ্রতের বিষয়।

বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ টাইমস'এর সাথে আলাপকালে গোলাম কুদ্দুস এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক বিপ্লবের ফলে আমরা সবাই সচেতন হয়েছি। সবাই এক সঙ্গে মিলে মিশে বাংলাকে আবারও সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা সবাই বদ্ধপরিকর। সেজন্য উৎসাহ আর উদ্দীপনা থাকতে হবে।

গোলাম কুদ্দুস অভিযোগ করে বলেন, বাংলা ভাষাকে অপমান ও অপদস্থ করছে কিছু টিভি চ্যানেল ও এফ এম রেডিও। তারা সবাই মিলে বাংলিশ ভাষায় কথা বলছে। এতে চরম ভাবে আমাদের তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চ্যানেল ও এফএম রেডিও বন্ধ করার জন্য আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

এই সাংস্কৃতিক নেতা আরও বলেন, আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাদের সংবিধানেই বলা আছে। আর তাতে লেখা আছে সুপ্রিম কোর্টের ভাষা হবে বাংলা। কিন্তু তাও এখন ইংরেজিতে চলছে। এটি সত্যিই দুঃখজনক।

তিনি ভারত ও চীনের প্রসঙ্গ তুলে বলেন, ভারত ও চীন তাদের ভাষাকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এমনকি তারা তাদের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন না। সেরকম সমৃদ্ধশালী ভাষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

ভাষার প্রতি টান প্রসঙ্গে তিনি বলেন, এই ভাষার জন্যই কিন্তু আমরা শহীদ হয়েছি। আর এই ভাষা আন্দোলন থেকে শুরু করেই আমরা আমাদের সোনার বাংলাদেশ পেয়েছি। আর এই সোনার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এর জন্য আমাদের দেশে সব কিছুই আছে। তার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তখন বাংলা ভাষাকে বিশ্বের মানুষ এক নামে চিনবে।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি : প্রেস সচিব Apr 10, 2025
img
প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা Apr 10, 2025
img
প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ Apr 10, 2025
img
৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফলাফল : শিক্ষা উপদেষ্টা Apr 10, 2025
img
গাজায় অভিযানে আপত্তি, ৯৭০ জন বিমানবাহিনীর সদস্যকে বহিষ্কারের হুমকি দিল ইসরায়েল Apr 10, 2025
img
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Apr 10, 2025
img
ট্রাম্পের শুল্ক শিথিলতার ইঙ্গিতেই শেয়ার বাজারে ঝড়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় সর্বোচ্চ রেকর্ড Apr 10, 2025
img
বেনাপোল থেকে ৪ ট্রাক রপ্তানি পণ্য ফেরত এসেছে Apr 10, 2025
img
চীনের দিকে তাকিয়ে ট্রাম্প, বললেন ‘শি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমানদের একজন’ Apr 10, 2025
img
থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের নারী দল Apr 10, 2025