বইমেলায় কাজল মালেকের চার কবিতার বই

এবারের বই মেলায় কবি কাজল মালেকের নতুন চারটি কবিতার বই এসেছে। বইগুলো প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন। আর তার প্রচ্ছদ করেছেন মুনিরুল হাসান।

প্রতিটি বইয়ের দাম ২০০। বইগুলো সোহরাওয়ার্দীর সিসটেক পাবলিকেশনের স্টলে পাওয়া যাচ্ছে।

বইগুলো হলো- 'নাগরিক প্রেম ও বিরোহী কদম্ব', 'কাব্য শ্রাব্য অশ্রাব্য', 'অসময়ে অদল বদল', 'এই মৃত্তিকা এই নিস্বর্গ'।

কবি কাজল মালেক জানান, 'নাগরিক প্রেম ও বিরোহী কদম্ব' এই কবিতার বইয়ে বর্তমান জগতে নাগরিক প্রেমটাকে মেকি হিসাবে দেখানো হয়েছে। এখন প্রেমের মধ্যে সেই আবেগ ও সেই ত্যাগ আর পাওয়া যায় না। এই কারণে কবি কদম ফুলকে বিরহের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন।

আর 'কাব্য শ্রাব্য অশ্রাব্য' এই কবিতার বইয়ে কবি অনেকগুলো অনু কবিতা ও এর সঙ্গে অন্যান্য বিচিত্র বিষয় তুলে ধরেছেন।

'অসময়ের অদল বদল' কবিতার বইয়ে কবি নিজেকে অসময়ের মানুষ হিসাবে কল্পনা করেছেন।

এছাড়াও 'এই মৃত্তিকা এই নিস্বর্গ' কবিতায় কবি দেশ, প্রেম, প্রকৃতি ও মানবপ্রেমের উপরে লিখেছেন।

কবির আসল নাম অধ্যাপক আ. মালেক। ২০০৬ সালে মাওলা ব্রাদার্স থেকে তার প্রথম উপন্যাস ‘বিভক্ত রমনী’ প্রকাশিত হয়। কবি ছোট বেলা থেকেই লেখালেখি করতেন।

২০১৮ সালের বইমেলায় তার পাঁচটি বই প্রকাশিত হয়। তিনি ১৯৫৫ সালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

কাজল মালেক একজন সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তিনি ২০১৫ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on: