বইমেলায় সমরেশ মন্ডলের উপন্যাস 'মায়াবিনী'

এবারের অমর একুশে বইমেলায় লেখক সমরেশ মন্ডলের প্রথম উপন্যাস 'মায়াবিনী' পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে বুকস ফেয়ার। যা সোহরাওয়ার্দী উদ্যানের ৪৫৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে আবু হাসনাত সৌরভ। আর মূল্য ধরা হচ্ছে মাত্র আশি টাকা।

লেখক সমরেশ মন্ডল বাংলাদেশ টাইমস-কে জানান, সময় যত এগিয়েছে সভ্যতাও বিকশিত হয়েছে। এর সাথে সাথে মানুষের মন ও মানসিকতায় এসেছে পরিবর্তন। নতুন নতুন আবিষ্কার সূচনা করেছে নব দিগন্তকে।

লেখক আরও বলেন, প্রেমিক ও প্রেমিকারা সমাজের বিরুদ্ধাচরণ করেছে। আর একে অপরকে পাবার যে বাসনা সৃষ্টি হয়েছে তার নামই ছলনা। আধুনিক যুগে এই ছলনার কারণে বহু সম্ভাবনাময় জীবন দিশাহীনও হয়ে পড়েছে।

লেখক জন্মগ্রহণ করেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে মনোবিজ্ঞানে বিএসসি সম্পন্ন করেছেন।

শখের বশে ছোট বেলা থেকেই তিনি লেখালিখি শুরু করেন। ব্যক্তি জীবনে তিনি একজন রাজনৈতিক সমাজকর্মী হিসাবে পরিচিত। ২০১৮ সালে ফুলকুঁড়ি নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on: