বন্ধ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আজ (শুক্রবার) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে ৬টি জরুরী নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। শুক্রবার একটি অনলাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে সেশনজট নিরসনে অনলাইন ক্লাস চলমান থাকবে বলে জানান তিনি।

হল খোলা রাখার ব্যাপারে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা এদিক ওদিক ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হলে রাখাটাই উত্তম। হলগুলো বন্ধ করার পরিকল্পনা নেই।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে না কি বন্ধ হবে সে বিষয়ে পরিষ্কার করে প্রজ্ঞাপনে কিছু লেখা হয়নি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ ক্ষেত্রে অনুরুপ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়।

Share this news on: