রোববার সংসদে উঠছে ইসি গঠন বিল

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত বিল সংসদে উঠছে রোববার (২৩ জানুয়ারি)। ওই দিন আইনমন্ত্রী আনিসুল হক এটি তুলে ধরবেন। শনিবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য জানা গেছে। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী।

চলতি সপ্তাহে সংসদের প্রথম কার্যদিবসেই উঠছে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ ইতোমধ্যে জনমনে ব্যাপক সাড়া জাগিয়েছে এই বিল।সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার নিয়োগে বিলটি আনা হচ্ছে। গত সোমবার খসড়া আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। 

বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। আর তাই এর আগেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে। সিইসি এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের দায়িত্ব বর্তেছে তার ওপর। এই আইনটি সংসদে তোলা থেকে পাস করে গেজেট প্রকাশে সময় থাকছে চার সপ্তাহ।

বাংলাদেশের সংবিধানে বলা আছে, সাংবিধানিক সংস্থা ইসিতে কমিশনার নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। আর তা একটি আইনের অধীনে হবে। 

Share this news on:

সর্বশেষ