বিধিনিষেধের মধ্যে বাণিজ্য মেলার অবস্থা কী?

কোভিড মহামারীর কারণে এক বছর ছেদ পড়ার পর পূর্বাচলের নতুন ঠিকানায় ১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঘোষণা অনুযায়ী পুরো জানুয়ারি মাস এ মেলা চলার কথা। 
শেরে বাংলা নগরের পুরনো ঠিকানা থেকে ২৫ কিলোমিটার দূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরুতে মেলা তেমন জমেনি। তবে কয়েকদিনের মধ্যে ভীড়-ভাট্টা বাড়তে শুরু করে, স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার ঘটনাও সামনে আসছিল। আজ ছুটির দিন থাকায় দেখা যায় উপচে পড়া ভীড়। অনেককেই দেখা যায় সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচল করতে।

গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো জনসমাগমে যেতে হলে টিকা সনদ নিয়ে যেতে হবে। এটা সব জায়গায় প্রযোজ্য হবে।

“বই মেলা, স্টেডিয়াম, বাণিজ্যমেলাসহ সবখানেই এখন থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে। সব জায়গায় নিয়ন্ত্রণ করা হবে।”

তার ভাষায়, স্টেডিয়ামের বিষয় যখন আসে, সেখানে তো আর একশ জনের বেশি লোক যাবে না, এমন বলা যায় না।

“খেলা তো স্টেডিয়ামে হয়। সেখানেও টিকা সনদ নিয়ে আর টেস্টের সনদ নিয়ে যেতে হবে। এর বাইরে যাওয়া সম্ভব নয়।“

Share this news on: