ইসি গঠনে বিল সংসদে উত্থাপিত

 ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২৩ জানুয়ারি) বিলটি সংসদে উত্থাপন করেন।এর আগে সংবিধানের আলোকে আইন প্রণয়নের জন্য গত ১৭ জানুয়ারি এ আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ সময় মন্ত্রী বলেন, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠ করতেই এই আইন। এই আইনে তাদের ক্ষমতা দেয়া হয়েছে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তবে এই বিলে জনমতের প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

বিলটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামী ৭ দিনের মধ্যে কমিটি তাদের মতামত জানাবে।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইসি গঠনে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগকে আইনি ভিত্তি দিতে বিলটি আনা হয়েছে। 

Share this news on: