সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৮৫ বার পেছালো

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ আবারো নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার একটি আদালত মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাবকে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত থাকলে র‍্যাবের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

আদালতের নথি অনুযায়ী, এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮৫ বার পিছিয়েছে। র‌্যাবের পক্ষ থেকে আজও আদালতে সময় চেয়ে আবেদন করা হয়।

এর আগে হত্যা মামলার তদন্ত শেষ করতে বিলম্ব করায় দুটি পৃথক আদালত অসন্তুষ্টি প্রকাশ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে তাদের রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যা করা হয়।

Share this news on:

সর্বশেষ