ফের বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

ফের বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গত সপ্তাহের শেষ দিকে তাদের প্রস্তাব বিইআরসিতে জমা দেওয়া হয়। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৬৬ থেকে ৭৯ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর কথা বলা হয়। পাইকারিতে দাম বাড়লেই খুচরা পর্যায়ে দামও বাড়ে।

কয়দিন আগে এ মাসেই ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের দাম ব্যাপকভাবে বাড়ানোর প্রস্তাব জমা দেয়। এ প্রস্তাবে আবাসিকে দুই চুলায় গ্যাসের বিল মাসে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা ও এক চুলায় ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তবে বিইআরসি ‘দায়সারা’ সেই প্রস্তাব আমলে নেয়নি। নতুন করে বিধি মেনে প্রস্তাব দিতে বলা হয়েছিল।

ঠিক একই ভাবে বিদ্যুতের ক্ষেত্রেও প্রয়োজনীয় নথি না থাকায় নতুন করে প্রস্তাব জমা দিতে বলেছে বিইআরসি। সংস্থাটির সূত্র বলছে, দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কমিশনের দুটি আলাদা প্রবিধান মালা আছে। সেই প্রবিধান মালা মেনে আবেদন করতে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

Share this news on:

সর্বশেষ