রানীর পর গিনেস বুকে এবার চারুর নাম

বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে চারু নামের আরেকটি গরু। রানির মতো সাভারের শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি খামারেই বেড়ে উঠেছে চারুও।

এই খামারেই রানি নামের খর্বাকৃতি সেই গরুটি বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু গত ১৯ আগস্ট মারা যায় ২৬ কেজি ওজনের গরুটি।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) গিনেস কর্তৃপক্ষ চারুকে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত গরুর স্বীকৃতি দিয়ে ই-মেইল পাঠায়। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ গিনেস বুকে ই-মেইলের মাধ্যমে আবেদন করে।

Share this news on: