ফাইজারের ওষুধ প্যাক্সালোভিডের অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন

করোনা মোকাবিলায় ফাইজারের মুখে খাওয়ার পিলের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

গুরুতর অসুস্থ ও সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্ত বয়স্কদের জন্য এই ওষুধের অনুমোদন দিয়েছে সংস্থাটির ওষুধ নিয়ন্ত্রক দপ্তর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি- ইএমএ জানায়, ফাইজারের তৈরি প্যাক্সলোভিড ওষুধ মারাত্মক অসুস্থতা থেকে সুরক্ষা দেয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তির পরিমাণ কমিয়ে আনবে। এরইমধ্যে ওষুধটি সংগ্রহ করতে শুরু করেছে ইতালি, জার্মানি বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ।

এদিকে, মার্কের তৈরী মলনুপিরাভিরের অনুমোদনের বিষয়টিও বিবেচনা করছে সংস্থাটি। গেল ডিসেম্বরে প্যাক্সলোভিডের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ক্লিনিক্যাল ট্রায়ালে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০ শতাংশ কার্যকারিতা দেখায় প্যাক্সালোভিড। ওষুধটি ওমিক্রন থেকে সুরক্ষা দিতেও কার্যকর।

Share this news on:

সর্বশেষ