পুড়ে যাওয়া ভবনে পাওয়া গেল কেমিক্যালের গুদাম

পুরান ঢাকার চকবাজারে পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশনের বেজমেন্টে কেমিক্যালের গুদাম পাওয়া গেছে। ওই গুদামে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার দুপুরের দিকে ওয়াহিদ ম্যানশনের বেজমেন্টে এই মজুদকৃত কেমিক্যালের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিদর্শক শরিফ বলেন, ‘ওয়াহিদ ম্যানশনের বেজমেন্টে যে পরিমাণ কেমিক্যাল মজুদ রয়েছে সেগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। সেগুলো কতটুকু বিস্ফোরণযোগ্য সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মজুদকৃত কেমিক্যালগুলো যদি বিস্ফোরণযোগ্য হতো, আর সেগুলো যদি আগুনের সংস্পর্শে আসতো তাহলে অগ্নিকাণ্ড আরও ভয়াবহ হতো।

তবে হাজী ওয়াহিদ ম্যানশন ভবনের স্বত্ত্বাধীকারি শাহীন বলেন, ‘বেজমেন্টে গোডাউনগুলোতে যে কেমিক্যাল বা অন্য বিস্ফোরক রাখা হতো আমরা জানতাম না। জানলে আমরা ভাড়া দিতাম না'।

এর আগে বৃহস্পতিবার ওয়াহিদ ম্যানশন পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছিলেন, এই ভবনে কেমিক্যালের কোনো গোডাউন ছিল না।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজারের নন্দকুমার দত্ত সড়কে চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ওয়াহিদ ম্যানশনের অবস্থান। বুধবার রাত পৌনে ১১টার দিকে ওই ভবনে আগুন লাগে। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024
img
দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট, মোটরসাইকেলের গতি নামানো হলো ৬০-এ May 07, 2024
img
সূর্যকুমারের সেঞ্চুরিতে জয়ে ফিরল মুম্বাই May 07, 2024
img
রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত May 07, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু May 07, 2024
img
উপজেলা পরিষদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন May 07, 2024
img
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত May 07, 2024
img
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস May 07, 2024