ব্রিটিশ কবি জর্জ গর্ডন বায়রন যিনি সাধারণত লর্ড বায়রন নামে পরিচিত। তিনি ২২ জানুয়ারি, ১৭৮৮ সালে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন।
রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি লর্ড বায়রন একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ডন জোয়ান, আওয়ার্স অফ আইড্লনেস, ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স, চাইল্ড হ্যারল্ড্স পিলগ্রিমেজ, সী ওয়াক ইন বিউটি ইত্যাদি।
তিনি ১৯ এপ্রিল, ১৮২৪ সালে মাত্র ৩৬ বছর বয়সে গ্রীসের মেসলঙ্গিতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।
তার বিখ্যাত একটি উক্তি-
“বড় কারণে যার মৃত্যু হয়, সে অপরাজেয়”