অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ১৫ই ফেব্রুয়ারি

১৫ই ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে, চলবে ১৭ই মার্চ পর্যন্ত-এমনটি জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে মেলার প্রস্তুতির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে।

১৫ থেকে ১৭ই ফেব্রুয়ারির মধ্যে মেলা উদ্বোধন করার সরকারি নির্দেশনা ছিল। তবে সরকারিভাবে ২৮শে ফেব্রুয়ারির মধ্যেই মেলা শেষ করার কথা থাকলেও প্রকাশকদের অনুরোধে ১৭ ই মার্চ পর্যন্ত মেলা সময় নির্ধারণ করার প্রস্তাবনা রয়েছে।
মেলায় স্বাস্থ্যবিধি মেনে চলারা পাশাপাশি করোনা টিকার সনদ রাখার অনুরোধ জানান তিনি। 

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে ১লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের।

পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২২।

Share this news on: