ব্রিটিশ সরকারের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করেন তারা।

পদত্যাগ করা চার কর্মকর্তা হলেন বরিসে সরকারের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস। 

বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে , ডাউনিং স্ট্রিটে করোনা লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের দায়ে চাপ আর বরিসের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে ওই কর্মকর্তারা সরে দাঁড়িয়েছেন।

নিজ কার্যালয়ে পার্টির আয়োজন করে এমনিতেই চাপের মুখে রয়েছেন বরিস। এমন পরিস্থিতিতে পদত্যাগ করলেন এই চার কর্মকর্তা।এখন তার নেতৃত্বও প্রশ্নের মুখে পড়েছে।

পদত্যাগ প্রসঙ্গে শীর্ষ ঐ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক কয়েক সপ্তাহ তার জীবনের কঠিন সময়। 

Share this news on:

সর্বশেষ