বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ

আজ সরস্বতী পূজা, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়।

করোনার প্রাদুর্ভাবের কারণে এবারও সরস্বতী পূজার আয়োজন হয়েছে সীমিত পরিসরে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোন আড়ম্বরতা থাকছে না। জনসমাগম হয় এমন আয়োজন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজার আয়োজন হচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরেজমিনে গিয়ে বেশ মানুষের সমাগম দেখা গেছে। সকাল থেকে পূজা শুরু হয়ে সকাল সাড়ে দশটার দিকে সেখানে অঞ্জলি প্রদান হয়।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Share this news on:

সর্বশেষ