১১ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে তিন জার্মান সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত উখিয়ার কুতুপালং এলাকার লম্বাশিয়া ক্যাম্পসহ আশপাশের কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

গ্রেফতার ১১জন হলেন- লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি- ৪ ব্লকের মোহাম্মদ শাহজাহান (২৫), এইচ ব্লকের মুছা আলম (৫০), ক্যাম্প-১ এর সি-২ ব্লকের নুরুল হাকিম (১৮), জিয়াবুল হক (২৮), মোহাম্মদ রিয়াজ (৪০), জালাল হোসেন (৩০), ক্যাম্প-১ ই-ব্লকের খায়রুল আমিন (২৮), মোহাম্মদ ইদ্রিস (২৮), আবু তাহের (৪৫), ছৈয়দ আলম (৪০) ও মোহাম্মদ রফিক (১৮)।

ওসি আবুল খায়ের বলেন, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন ক্যাম্প থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান তিন জার্মান সাংবাদিক ও তাদের দোভাষী। বিকালে ফেরার পথে তারা নামেন কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে। সে সময় রোহিঙ্গা শিশু-কিশোরদের মধ্যে কয়েকজন সাংবাদিকদের মাইক্রোবাসে উঠে বসলে এটাকে অপহরণের চেষ্টা ধরে নিয়ে হামলা চালায় একদল রোহিঙ্গা।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে গেলে তারাও হামলায় আহত হন। বিদেশি সাংবাদিকদের ল্যাপটপ, ক্যামেরা ও গাড়ী ভাংচুর করা হয়।

ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা করা হয়। সেখানে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024