ইউক্রেনকে ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া, বলছে ন্যাটো

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দাবি, ইউক্রেনকে ঘিরে এখনো সামরিক উপস্থিতি জোরদার করছে রাশিয়া। খবর আল জাজিরার।

ইউরোপে যুদ্ধ চান না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মস্কো। 

এর মধ্যেই আবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য দায়ী করা হচ্ছে মস্কোকে।

এদিকে সেনা প্রত্যাহার নিয়ে ন্যাটোর দাবিকে ভুল বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। আয়ারল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জানান, তিন থেকে চার সপ্তাহের মধ্যে রাশিয়ার পশ্চিমে মোতায়েন করা সেনারা তাঁদের স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে।

দীর্ঘ সময় ধরে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমাদের দাবি, দেশটিতে হামলা চালাতেই মস্কোর এ পদক্ষেপ। এমন দাবি নাকচ করে রাশিয়া বলে আসছে, হামলার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের তত্পরতা নিয়ে মাথাব্যথা রয়েছে। ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে রাশিয়া।

Share this news on: