বাংলাদেশকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে জরুরিভিত্তিতে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশের শহরগুলোকে করোনা সংকট থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় ৪ কোটি নগরবাসীর জন্য ৩০ কোটি ডলারের এই ঋণ অনুমোদন করেছে ব্যাংকটি। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, এই ঋণের আওতায় ৩২৯টি পৌরসভা এবং ১০টি সিটি কর্পোরেশনের সুবিধা বাড়বে। দেশের আটটি বিভাগের অবকাঠামো, স্থানীয় অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু প্রভাব, দুর্যোগ এবং ভবিষ্যতে রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য পদক্ষেপও নেওয়া হবে এই অর্থে।

Share this news on:

সর্বশেষ