বান্দরবনে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

জুম চাষ বিষয়ক দ্বন্দ্বে বান্দরবনের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

স্থানীয়রা জানায় , জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধের জের ধরে শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডা হয়। সেখানে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ তার পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকিরা।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news on:

সর্বশেষ