সুইডেনের আকাশে রুশ যুদ্ধবিমান

সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ মার্চ) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। বৃহস্পতিবার বিবিসির খবরে এ সব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২ মার্চ) সুইডিশ সশস্ত্র বাহিনী জানায়, চারটি রুশ যুদ্ধবিমান তাদের অভ্যন্তরীণ আকাশসীমা ব্যবহার করে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

সুইডেন, ন্যাটোর সদস্য না হলেও অন্য ইউরোপীয় দেশগুলোর মতো রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

এক বিবৃতিতে, সুইডেনের সামরিক বাহিনী রাশিয়ান যুদ্ধবিমানের কথিত অনুপ্রবেশকে ‘অপেশাদার ও দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা করেছে।

তবে ঘটনাটি বাল্টিক সাগরের ওপরে সংঘটিত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Share this news on: