রাশিয়া থেকে ৩০ হাজার মে. টন সার আমদানির প্রস্তাব অনুমোদন

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন 'প্রডিনটর্গ' থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়।

এই সার কেনা হবে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকায়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'আগের চুক্তির ধারাবাহিকতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।'

Share this news on: