ইউক্রেনীয়দের মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো: জেলেনস্কি

ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' ঘোষণা না করায় ন্যাটোর প্রতি তীব্র সমালোচনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এসময় তিনি বলেন, যে ইউক্রেনবাসীরা এখন থেকে মারা যাবেন তারা আপনাদের কারণেই মারা যাবেন।

শুক্রবার (৪ মার্চ) ন্যাটোর সেক্রেটারি জেনারেল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বিবৃতি জানার পর পরই জেলেনস্কি তার ফেসবুকে এ প্রতিক্রিয়া জানান।


ফেসবুক পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, 'আমরা বিশ্বাস করি, ন্যাটোর দেশগুলো এমন একটা বিষয় দাঁড় করিয়েছে যে ইউক্রেনের আকাশসীমা বন্ধ করা হলে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যারা দুর্বল ও ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগে এটা তাদের নিজেদের প্রবোধ দেওয়া ছাড়া কিছু নয়। অথচ তাদের (ন্যাটোর) কাছে কিনা আমাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী অস্ত্র আছে।'

এরও আগে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইট বার্তায় ন্যাটোকে নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানান। বলেন, 'ইউক্রেনকে 'সিরিয়া' বানানোর সুযোগ যেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা পুতিনকে না দেন। দেরি হওয়ার আগেই যেন তারা সিদ্ধান্তটা নেন।'

Share this news on: