দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি করছে সরকার: প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

 প্রধান প্রধানমন্ত্রী বলেন,' বর্তমানে দ্রব্যমূল্য নিয়ে একটা কথা আসছে। এটা শুধু বাংলাদেশ না, করোনাভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি মন্দা। যে কারণে পৃথিবীর সব দেশে সুদূর আমেরিকা থেকে শুরু করে সব দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এর মধ্য যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। তারও একটা কুফল তো আছেই। সেই কুফল আমরাও ভোগ করছি। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে আমাদের এখানেও কিছু দ্রব্যমূল্য বেড়েছে। কারণ আন্তর্জাতিক বাজারে যখন মূল্য বেড়ে যায়, তখন তার স্বাভাবিক কিছু প্রভাব পড়ে।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমাদের কিছু লোক তো আছেই, সুযোগ পেলেই অধিক মুনাফা নিয়ে কিছু টাকা-পয়সা কামাই করে নিতে চায়। আমরা সেটা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি।'

এ সময় দেশবাসী ও দলের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'দেশে যেন খাদ্যের অভাব না হয়। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যে যা পারবেন কিছু উৎপাদন করবেন। কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।' এর আগে সকালে সকালে বঙ্গবন্ধু কন্যা জানান,বঙ্গবন্ধু নিজের মতো করে, ঠিক কি কি করতে হবে, তা ভাষণের মাধ্যমে জানিয়েছিলেন

Share this news on:

সর্বশেষ