পিপলস লিজিংয়ের ঋণখেলাপি,৬৩ জনকে হাইকোর্টে তলব

পিপলস লিজিংয়ের ৬৩ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ এপ্রিল সবাইকে আদালতে হাজির হতে বলা হয়েছে। হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদেশে দিয়েছে হাইকোর্ট ।

সোমবার (৭ মার্চ) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

সেই সাথে নাহার ট্রেডিং ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান, এমডিসহ ১১ পরিচালককে এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বাকিদেরকে ১২ ও ১৯ এপ্রিল আলাদাভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে হাজির হয়ে তাদের ঋণ পরিশোধের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

আগে গত বছরের ২১ জুন প্রতিষ্ঠানটির পুনর্গঠন করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন জানান। ঐ আবেদনের শুনানি নিয়ে গত ২৮ জুন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে (পিএলএফএসএল) পুনর্গঠন করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

Share this news on: