নিপুণ-জায়েদকে আদালতের আদেশ কঠোরভাবে পালনের নির্দেশ

শিপ্লী সমিতির সম্পাদক পদের চেম্বার আদালতের দেয়া আদেশ জায়েদ-নিপুনকে কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

আজ সোমবার (১৪ই মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

জায়েদ খানের আইনজীবী দাবী করেন ওই পদে বসবেন জায়েদ খান। তবে ভিন্নমত নিপুনের আইনজীবীর। সাধারণ সম্পাদক পদে স্থিতিবস্থার আদেশের পরেও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।  

চেম্বার আদালতের শুনানি শেষে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত ও স্থিতিবস্থা দেয় চেম্বার জজ আদালত।


আর আগে গেল ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয় চলচ্চিত্র শিল্পী।

তবে গত ৫ই ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এর বিরুদ্ধে ৭ই ফেব্রুয়ারি জায়েদ খান রিট করেন।

Share this news on: