মণিশংকর মুখোপাধ্যায় ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর ভারতের বনগাঁতে জন্মগ্রহণ করেন। এই ভারতীয় বাঙালি লেখক শংকর ছদ্মনাম ব্যবহার করেন।
১৯৫৫ সালে তার প্রথম বই প্রকাশিত হয়। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
এছাড়াও তিনি রসবতী, বঙ্গ বসুন্ধরা, চরণ ছুঁয়ে যাই, মনজঙ্গল, রূপতাপস, মরুভূমি, আশা-আকাঙ্খা, তীরন্দাজ, পটভূমি, কামনা বাসনা, অনেক দূর, সুখ সাগরসহ অনেক বই রচনা করেন।
মণিশংকর মুখোপাধ্যায় ২০১৬ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট সম্মানে ভূষিত হন।
তার একটি উক্তি-
”বয়স বাড়ার সাথে সাথে স্বামী-স্ত্রী হয় আরও কাছে চলে আসে, না হয় দূরে সরে যায়”