দ্রুতই উদঘাটন করা হবে টিপু হত্যার রহস্য : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে প্রকাশ্যে গুলি করে হত্যার রহস্য দ্রুত উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটিয়েছে, সবকিছুই খোলসা করে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জানানো হবে। তবে যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কিলিং পলিটিক্যাল কি না সেই বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আশা করি খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব'।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হন। নিহত অন্যজন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী প্রীতি। জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার সময়দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জাহিদুলের গাড়িচালক মুন্নাও। 

Share this news on: