সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ চার দস্যু নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যু নিহত হয়েছেন। 

সোমবার ১২টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

নিহতরা হলো- সিগন্যাল টাওয়ারের দক্ষিণ চরের (চরকানা) আ. আউয়ালের ছেলে আ. আলিম (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ হাওলাদারের ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)।

র‍্যাব জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়ার খাল এলাকায় দস্যুরা অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এই সংবাদে সোমবার দুপুর ১২টার দিকে অভিযানে নামেন র‍্যাব-৮ এর সদস্যরা।

কাছাকাছি পৌঁছালে দস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি করে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। র‍্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে।

এসময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ