রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে: জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে এবং এজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 
শুক্রবার (১৫ এপ্রিল) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেনে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। 

সিএনএন এর সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে সিআইএ পরিচালকের এই মন্তব্যের পর ‘এনিয়ে তিনি ভীত কিনা’ জানতে চাওয়া হয়। 

এর জবাবে জেলেনস্কি বলেন, ‘কেবল আমি নই, এতে সারা পৃথিবীর, সব দেশের ভীত হওয়ার কারণ রয়েছে।’ এসময় দ্বিধাগ্রস্ত জেলেনস্কি এই তথ্যের সত্যতা নিয়ে সংশয়ও প্রকাশ করেন। 

ইউক্রেনিয় প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ভীত না হয়ে প্রস্তুত থাকতে হবে। কিন্তু এটা কেবল ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, সারা পৃথিবীর জন্য, আমার মনে হয়।’

রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভার ডুবে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি একটু কৌশলী উত্তর দেন। 

ইউক্রেনের দুই ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ডুবে গেছে এমন দাবি সরাসরি স্বীকার করে তিনি বলেন, ‘আমরা জানি, এটার আর অস্তিত্ব নেই। আমাদের কাছে এটা আমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। ফলে এর ডুবে যাওয়া আমাদের জন্য কোনও দুঃসংবাদ নয়।’

Share this news on: