পাহাড়ি ঢলে পানির নিচে আরও ১০০ একক জমির ধান

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের আরও ১০০ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে লাখাই উপজেলার সদর ইউনিয়নের কৃষি অফিসার অমিতাভ ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে শ্রমিক সংকটের কারণে কৃষকদের আধা পাকা ধান কাটতেও অসুবিধা হচ্ছে।

লাখাই উপজেলার সদর ইউনিয়নের কৃষি অফিসার অমিতাভ ভট্টাচার্য জানান, গত কয়েক দিনের উজান থেকে আসা পানিতে লাখাই উপজেলার ৫০০ একর জমির ধান ইতোমধ্যে তলিয়ে গেছে। আশঙ্কা ছিল আরও ২০০ একর জমির ধান তলিয়ে যাওয়ার। কিন্তু পানি কিছুটা স্থিতি থাকার কারণে ভালোই ছিল। কিন্তু আজ বুধবার সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে আরও ১০০ একর ধান নতুন করে তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা কৃষকদের দ্রুত সময়ের মধ্যেই ধান কাটার জন্য পরামর্শ দিয়েছি। এ ছাড়া যে জমিতে এখনও পানি ওঠেনি, সেই জমির ধান কাটার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে মেশিন দেওয়া হয়েছে। যাতে করে কৃষকরা পানি ওঠার আগেই ধান ঘরে তুলতে পারে।

Share this news on:

সর্বশেষ