রাশিয়ায় নিষিদ্ধ হলেন মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস

এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। 

শুক্রবার (২২ এপ্রিল) ফরাসী বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে উগ্রপন্থী প্রতিষ্ঠান আখ্যা দিয়ে মার্ক জাকারবার্গের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম রাশিয়ায় নিষিদ্ধ করা হয়।

আরো জানা যায়, মস্কোর নতুন এ নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কিছু খ্যাতিমান ব্যক্তিও রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন পশ্চিমা দেশ। এ পদক্ষেপের পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে কমলা হ্যারিস, মার্ক জাকারবার্গসহ অন্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মস্কোর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৯ জন আমেরিকান ও ৬১ জন কানাডীয় নাগরিক। নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে তারা বলেন, দেশ দুটির রুশবিরোধী নীতির জন্য দায়ী ব্যক্তিদের সমন্বয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।


Share this news on: