আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু

আজ থেকে আনুষ্ঠানিক ভাবে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। গত দুই বছর করোনা মহামারীর কারনে আনন্দঘন পরিবেশে অনেকেই ঈদ করতে পারেনি। কিন্তু এবার করোনার সংক্রমণ কম থাকায় গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে আগে থেকেই ঢাকা ছাড়ছেন অনেকেই। এ জন্য সকাল থেকে কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

বুধবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ছয়টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেসে’র মাধ্যমে কমলাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সেটি না হওয়ায় পরের ট্রেন সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেসে’র মাধ্যমে ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু হয়।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।


Share this news on: